জমি সংক্রান্ত বিরোধ, নারী পুলিশ সদস্য আহত

সময় ট্রিবিউন | ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৮

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পুলিশ সদস্য সুমাইয়া খাতুন গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমে কর্মরত আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার সিরতা ইউনিয়নের চর ভবানীপুরে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আলী আকবর এবং আজিজুল হকের পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছে। এ ঘটনায় একাধিক মামলাও চলছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও আবারও বিবাদে জড়ায় দুই পরিবার। এক পর্যায়ে আজিজুল হকের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলী আকবরের পরিবারের উপর হামলা করে। 

এসময় আলী আকবরের বোন সুমাইয়া খাতুন তাঁর শিশু বাচ্চাকে নিয়ে বারান্দায় বসে থাকার সময় তাঁর মাথায় রামদার কোপ লাগে। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সুমাইয়ার বোনও আহত হয়।

আহত পুলিশ সদস্য সাংবাদিকদের জানান, শনিবার সালিশ হওয়ার কথা থাকলেও আজিজুলরা যায়নি। উল্টো তারা আমাদের বাড়ির সামনের রাস্তা গাছ দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা বন্ধের কারণ জানতে চাইলে অপরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা চালায়। মাথায় রামদা দিয়ে কোপ দিলে আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখি হাসপাতালে ভর্তি।

আজিজুল হক সাংবাদিকদের বলেন, বিরোধের জমিটি ক্রয় সূত্রে মালিক তিনি। সেই জমি তারা দাবি করে একটা ঝামেলা তৈরি করে চলছে দীর্ঘদিন ধরে। তারা আমাদের উপর চড়াও হলে আমরাও পাল্টা হামলা করি আত্মরক্ষার্থে।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ সাংবাদিকদের জানান, নারী পুলিশ সদস্য সুমাইয়া ছুটিতে এসে হামলার শিকার হয়েছে। তার অবস্থাও গুরুতর। সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনও মামলা হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চলছে।



আপনার মূল্যবান মতামত দিন: