এ বছর কুয়াকাটা সৈকতে বিশটি মৃত ডলফিন ভেসে এসেছে। সর্বশেষ গত ৯ সেপ্টেম্বর সকালে সৈকতের জিরো পয়েন্ট সংলগ্ন সানসেট পয়েন্টে একটি মৃত ডলফিন ভেসে আসে। শুধু আগস্ট মাসেই কুয়াকাটায় দশটি মৃত ডলফিন ভেসে এসেছে।
ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি অব বাংলাদেশের মতে, মাছ ধরার জালে, বিশেষ করে কারেন্ট জালে ধরা পড়ার কারণে বেশিরভাগ ডলফিন মারা গেছে। বিপন্ন প্রজাতির ইরাবতী ডলফিন সুন্দরবনের নদীতে এবং বরগুনার পাথরঘাটা উপজেলার পার্শ্ববর্তী পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীতে বাস করে।
কুয়াকাটা ডলফিন সংরক্ষণ কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, ‘গত ২১ আগস্ট দুপুরের দিকে কুয়াকাটা সৈকতে জোয়ারে পানির সঙ্গে ডলফিন ভেসে আসে। ২০ আগস্ট দুটি ডলফিন ও প্রায় বিলুপ্ত প্রজাতির একটি রাজ কাকড়া উপকূলে ভেসে এসেছিল। ৯ আগস্ট দুটি, ৮ আগস্ট একটি, ৭ আগস্ট একটি ডলফিন কুয়াকাটা সৈকতের তীরে ভেসে এসেছিল। সেগুলোকে মাটি চাপা দিয়েছি।’
আপনার মূল্যবান মতামত দিন: