গাইবান্ধায় বজ্রপাতে নারীর মৃত্যু

সময় ট্রিবিউন | ২৮ আগষ্ট ২০২১, ০১:৩৩

ছবি : ইন্টারনেট

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু আনতে গিয়ে বজ্রপাতে গরুসহ রওশন আরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে পৌর শহরের খলসি চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু রওশন আরা বেগম ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, রওশন আরা তার বাবার সঙ্গে আখের জমিতে কাজ করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় রওশন আরা বেগম বাড়ির পাশে জমিতে বেঁধে রাখা গরু নিয়ে জমির আইল দিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই গরুটি মারা যায় আহত হয় রাওশন আরা। এরপর স্বজনরা রওশন আরাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রিপন বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক।

 



আপনার মূল্যবান মতামত দিন: