ময়মনসিংহের তারাকান্দার এরশাদ আলীর ছেলে রাশেদ মিয়া (৪৫) নামে এক মাছচাষির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মধুপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে বাইরে থেকে এসে ঘরে ঢোকেন রাশেদ। এ সময় তার আট বছরের ছেলে মাহিনকে বলেন, ‘তুমি অন্য ঘরে যাও। আমি ঘুমাবো, আমাকে বিরক্ত করো না।’ এ কথা বললে ঘর থেকে বের হয়ে যায় মাহিন। কিছুক্ষণ পর ঘরে জোরে শব্দ হলে সবাই এসে দেখে রাশেদ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মাছ চাষ করতে গিয়ে রাশেদ ঋণগ্রস্ত হয়ে পড়েন। মাছ চাষে লোকসানের কারণে তিনি ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না। এ কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: