নালায় ডুবে যাওয়া সালেহের খোঁজ মেলেনি এখনও

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ২২:৪৭

গতকাল দুপুরে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় রাস্তার পাশে খালে পড়ে যান সবজি ব্যবসায়ী সালেহ-ছবি সংগৃহীত

চট্টগ্রামের মুরাদপুরে নালায় ডুবে যাওয়া সবজি ব্যবসায়ী মোহাম্মদ সালেহের খোঁজ মেলেনি এখনও। তাকে খুঁজতে খালের বিভিন্ন অংশে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভোর থেকে আবারও উদ্ধার কাজ চালাচ্ছে ২টি ডুবুরি দল। নিখোঁজ সালেহ আহমেদ তীব্র স্রোতে খাল দিয়ে কর্ণফুলী নদীতে ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবার জানায়, সালেহ আহমেদ পেশায় সবজি বিক্রেতা। মাইজভান্ডার শরীফে মাজার জিয়ারতের উদ্দেশে গতকাল সকালে পটিয়ার বাসা থেকে বের হন তিনি। পরে দুপুরের দিকে নগরীর মুরাদপুর এলাকায় রাস্তার পাশে খালে পড়ে যান তিনি। এসময় ঐ এলাকায় জলাবদ্ধতা ছিলো। ফলে রাস্তা-খাল আলাদাভাবে বোঝার সুযোগ ছিলো না।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল বলেন, নিখোঁজের ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ায় মরদেহ ভেসে উঠতে পারে। তাই ওই খালের যেসব জায়গায় আটকে থাকার সম্ভাবনা আছে, সেসব স্থানে সকাল সাতটা থেকে খোঁজ করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, মঙ্গলবার মধ্যরাতে শুরু হওয়া বৃষ্টির কারণে নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী জানান ছালেহ আহমেদ চকবাজার থেকে ফটিকছড়ির মাইজভান্ডারি দরবার শরিফে যাচ্ছিলেন। পথে ওই জলাবদ্ধ নালার পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত পড়ে নিখোঁজ হন তিনি।

ওই সময়ের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে নগরীর মধ্যে এত বড় নালা উন্মুক্ত থাকা নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। নালাটি চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাভুক্ত।

 



আপনার মূল্যবান মতামত দিন: