বন্যায় লালমনিরহাটে পানিবন্দি হাজারো মানুষ

সময় ট্রিবিউন | ২০ আগষ্ট ২০২১, ১৪:৩৩

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিতে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী এলাকা প্লাবিত হয়ে প্রায় ৭ থেকে ৮ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

শুক্রবার (২০ আগস্ট) ভোর থেকে পানিবৃদ্ধি শুরু হয়ে আশপাশের এলাকা প্লাবিত হয়। 

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

এবিষয়ে গ্রামের কবির মিয়া বলেন, গত এক মাস ধরে থেমে থেমে বন্যা হচ্ছে। ২/৪ দিন টানা পানিবন্দি থাকতে হয়েছে। বছরে পাঁচবারের মত পানিবন্দি হয়ে পড়েছি। এবারের পানির বেগ অনেক বেশি। গত বন্যার চেয়ে এ বন্যায় পানিবন্দি পরিবারের সংখ্যা অনেক বেশি। 

 


আপনার মূল্যবান মতামত দিন: