এক্সকাভেটরের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

সময় ট্রিবিউন | ১৭ আগষ্ট ২০২১, ০৬:৩৫

সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে রাস্তা সংস্কার কাজে ব্যবহৃত এক্সকাভেটরের পেছনে ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে দুই নারীসহ তিন জন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সোমবার রাত ১০টায় বন্দর উপজেলায় দেওয়ানবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ বলছে, বাসটির অধিকাংশ যাত্রী ছিলেন গার্মেন্টস শ্রমিক। স্থানীয় একটি গার্মেন্টস ছুটি হওয়ার পর অনেক শ্রমিক এ বাসে করে বাসায় যাচ্ছিল। নিহত তিন জন গার্মেন্টস শ্রমিক হতে পারে।

বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নবাব সিরাজদৌল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বাস ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। দেওয়ানবাগ এলাকায় পৌঁছালে রাস্তার সংস্কার কাজ করা এক্সকাভেটরের পিছনে ধাক্কা দেয় বাসটি। ফলে, বাসটি উল্টে যায়। এতে বাসে থাকা দুই নারীসহ তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত হন বাসের অন্য যাত্রীরা।

তিনি আরও বলেন, আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। ফলে, তাৎক্ষনিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত এই পুলিশ কর্মকর্তা বলেন, বাসটির অধিকাংশ যাত্রী ছিলেন গার্মেন্টস শ্রমিক। স্থানীয় একটি গার্মেন্টস ছুটি হওয়ার পর অনেক শ্রমিক এ বাসে করে বাসায় যাচ্ছিল। নিহত তিন জন গার্মেন্টস শ্রমিক হতে পারে। তবে পরিচয় শনাক্তের পর বিস্তারিত বলা যাবে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে দুই নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এছাড়াও সওজের এক্সকাভেটসহ মিনিবাসটি আটক করা হয়েছে। দুই পরিবহনের চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
  1. নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
    নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
  1. শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
    শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  1. নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা
    নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা