সাতছড়ি উদ্যান থেকে আবারও অস্ত্র উদ্ধার

সময় ট্রিবিউন | ১৪ আগষ্ট ২০২১, ০৮:৩২

ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের গহীন অরণ্য থেকে ফের বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।

শুক্রবার (১৩ আগস্ট) রাতে সেখান থেকে তিনটি পিস্তল, ১৯ রাউন্ড পিস্তলের গুলি ও ৯টি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

বিজিবি-৫৫ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী বলেন, সাতছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ আগস্ট থেকে অভিযানে নামে বিজিবি। পরে শুক্রবার গহীন অরণ্য থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

এর আগে ২০১৪ সালের ১-১৯ জুন পর্যন্ত প্রথম দফায় টানা অভিযান চালায় র‌্যাব। এরপর ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায়, ১৭ সেপ্টেম্বর তৃতীয় দফা এবং ১৬-১৭ অক্টোবর চতুর্থ দফায় অভিযান চালানো হয়। এ সময় মেশিনগান, রকেট লঞ্চার, রকেট চার্জার, বিমান বিধ্বংসী বুলেট, ট্যাংক বিধ্বংসী রকেট গোলাসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পৃথক ছয়টি মামলা করা হয়। পরবর্তীতে বিজিবি ও একাধিক দফায় সাতছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।



আপনার মূল্যবান মতামত দিন: