নরসিংদীতে নতুন করে ২৬২ জনের দেহে করোনা শনাক্ত

নরসিংদী প্রতিনিধি | ৫ আগষ্ট ২০২১, ০০:২৩

ছবিঃ ইন্টারনেট

নরসিংদীত ২৪ ঘন্টায় ৬৭৭টি নমুনা পরীক্ষায় ২৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনার সংখ্যা বিবেচনায় এ শনাক্তের হার ৩৩ শতাংশ। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন নরসিংদী সদর উপজেলায় ১২১ জন, পলাশ উপজেলায় ৩২ জন, শিবপুর উপজেলায় ৩৯ জন, বেলাব উপজেলায় ১৪ জন ও রায়পুরা উপজেলায় ১৮ জন।

আজ বুধবার (৪ আগস্ট) সকালে এ তথ্য জানান, নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম। তিনি আরও জানান, এ পর্যন্ত ছয়টি উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৪ হাজার ৩৩৯ জন, শিবপুর উপজেলায় ৯২৫ জন, পলাশ উপজেলায় ১ হাজার ২৬০ জন, মনোহরদী উপজেলায় ৪১৮ জন, বেলাব উপজেলায় ৫১৬ জন ও রায়পুরা উপজেলায় ৪৪৩ জন। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত ৭ হাজার ৯০১ জন।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ১৫৯ জনসহ মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৫ হাজার ৬১৬ জন। বর্তমানে নরসিংদীর কোভিট-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনা রোগী ৬৮ জন এবং সন্দেহজনক রোগী ৪৫ জনসহ মোট ১১৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন ও রেফার্ডকৃত ৫ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৪ জনকে ছাড়পত্র প্রদান করা হয়।

আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীর জেলার ছয় উপজেলায় ৭৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৫ জন, পলাশ উপজেলায় ৭ জন, বেলাব উপজেলায় ৮ জন, রায়পুরা উপজেলায় ৯ জন, মনোহরদী উপজেলায় ৬ জন ও শিবপুর উপজেলায় ১০ জন।



আপনার মূল্যবান মতামত দিন: