সুই পুশ করলেও প্রবেশ করানো হয়নি করোনার ভ্যাকসিন

সময় ট্রিবিউন | ৩ আগষ্ট ২০২১, ০৭:১৯

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের দেলদুয়ারে করোনার ভ্যাকসিন (‌টিকা) সহ ইনজেকশন পুশ করলেও ভ্যাকসিন প্রবেশ না করিয়ে সিরিঞ্জ ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (১লা আগস্ট) উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ‌দিন ২০জন‌কে ভ‌্যাক‌সিন ছাড়াই টিকা দেয়া হয়।

এঘটনায় জেলা স্বাস্থ‌্যবিভাগ জেলার সহকা‌রি সি‌ভিল সার্জন‌কে প্রধান ক‌রে তিন সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হয়। ক‌মি‌টির তদন্ত প্রতি‌বেদনে ঘটনার প্রমাণ পাওয়া গে‌ছে।

জানা গেছে, গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২নং বুথে টিকা দিচ্ছিলেন হাসপাতা‌লের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এসময় সাজেদা আফরিন টিকা গ্রহণকারিদের শরীরে শুধু সুই পুশ করে ভ্যাকসিন প্রবেশ না করিয়ে সিরিঞ্জ ফেলে দিচ্ছিলেন। এসময় ঘটনা‌টি এক যুবকের নজরে আসে। প‌রে হাসপাতা‌লের আবাসিক চিকিৎসক ডা. শামিমকে জানানো হলে তিনি পরিত্যাক্ত সিরিঞ্জগুলো বাছাই করে ২০টি সিরিঞ্জের ভেতর সম্পূর্ণ ভ্যাকসিনের উপস্থিতি দেখতে পান। তিনি নিশ্চিত হন সুই পুশ করা হলেও ভ্যাকসিন শরীরে প্রবেশ করানো হয়নি।

অভিযোগ প্রসঙ্গে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন জানান, হাসপাতা‌লে অ‌নেক মানুষজন টিকা নি‌তে আসায় সেখা‌নে অ‌নেক চাপ ছিল। এ‌তে অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে।

জেলা সি‌ভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, ঘটনার তদ‌ন্তে তাৎক্ষ‌নিক তিন সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছিল। সেই ক‌মি‌টি তদন্ত প্রতি‌বেদন জমা দেয়ার পর সে‌টি সং‌শ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর প্রয়োজনীয় ব‌্যবস্থা নি‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তি‌নি আ‌রেও জানান, ঘটনার প্রমাণ পাওয়া গে‌ছে। এছাড়া ভ‌্যাক‌সিন ছাড়া টিকা গ্রহণকারীর অ‌নে‌কের সা‌থে কথা হ‌য়ে‌ছে। তাদের‌কে পুনরায় ক‌রোনার ভ‌্যাক‌সিন প্রদান করা হ‌বে বলেও তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন: