শিমুলিয়া ঘাটে ৪ লঞ্চকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি | ১ আগষ্ট ২০২১, ২১:৩৩

ছবিঃ সংগৃহীত

শিমুলিয়া ঘাটে সকাল থেকে লঞ্চে যাত্রীর অনেক বেশি চাপ ছিল। বাংলাবাজার ঘাট থেকে লঞ্চে চড়ে ভোর থেকেই গাদাগাদি করে যাত্রীরা এপারে আসছে। যাত্রীদের মধ্যে কেউ মানছে না সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি। অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের কথা থাকলেও কানায় কানায় পূর্ণ করে লঞ্চগুলো যাত্রী নিয়ে এপারে আসছে। কোনো কোনো লঞ্চের পেছনের ছাদেও যাত্রী রয়েছে। 

রোববার (০১ আগস্ট) সকালে অতিরিক্ত যাত্রী বহন করায় মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে চার লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মুন্সিগঞ্জ জেলা প্রাশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ৪ লঞ্চকে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন করায় চার লঞ্চকে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘাট এলাকায় স্বাস্থ্যবিধি মানাতে ৫ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।

শিমুলিয়া ঘাটের নদীবন্দর (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা মো. সোলাইমান বলেন, এপারে যাত্রীর কোনো চাপ নেই। দুপুর ১২টা পর্যন্ত লঞ্চ চলার নির্দশনা রয়েছে। পরে কোনো নির্দেশনা এলে সেভাবে লঞ্চ চলবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: