কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ নিহত ৪

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ০৬:০১

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন মারা গেছেন। অটোরিকশায় থাকা যাত্রীদের মধ্যে দুই নারী যাত্রী মারা গেছেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা শহরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ৩ জন।তাঁদের মধ্যে একজনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান জানান, সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলা শহরের উত্তর বাসস্ট্যান্ডে বগুড়াগামী কাভার্ড ভ্যানের সঙ্গে পেরহাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে দুই চালকসহ এক নারী ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন অটোরিকশায় থাকা শিশুসহ আরও চারজন। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আহত ব্যক্তিদের মধ্যে এক নারীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তিনি বলেন, নিহত ব্যক্তিদের লাশ ও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: