কঠোর বিধিনিষেধেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পোশাক কারখানা চালু রাখার দায়ে সাভারের আশুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কারখানা মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে কারখানা বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (২৮ জুলাই) বিকেলে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে বুড়িরবাজার এলাকার টেক্সট্রিম ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুলিয়া সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, কঠোর বিধিনিষেধ অমান্য করে ট্রেক্সট্রিম পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানা চালু রেখে শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিলেন। খবর পেয়ে ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানা কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: