মঙ্গলবার ভোর থেকে টানা বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরের ৮টি ক্যাম্পের বেশকিছু বসতঘর পানির নিচে তলিয়ে যায়। টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে এসব বসতির রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়ে।
প্লাবিত হওয়া ক্যাম্পগুলো হলো- কুতুপালং ক্যাম্প-৫, বালুখালী ১নং ক্যাম্প, টেকনাফের ২৬নং ক্যাম্প, জামতলী ক্যাম্প, হাকিমপাড়া, ২৪নং ক্যাম্প, ২৭নং ক্যাম্প ও মধুছড়া ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা বসতি পানিতে তলিয়ে গেছে।
কুতুপালং ক্যাম্প-৫ এর জি-৪ ব্লকের হেড মাঝি শওকত উল্লাহ বলেন, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এ কারণে ক্যাম্পের বিভিন্ন ব্লকের রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড়ি ঢলের কারণে পানি বাড়ছে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: