-2021-07-21-16-07-49.jpg)
মেহেরপুরের মুজিবনগরের রতনপুর পুলিশ ফাঁড়িতে ঈদের সকালে এক পুলিশ সদস্য ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম কুষ্টিয়ার কুমারখালি উপজেলার চাপড়া কবুরাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ওই ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে জিবনগর থানার ওসি হাশেম বলেন, ‘সাইফুলের কাছে সার্ভিস রাইফেল ছিল। দেখে মনে হয়েছে, সাইফুল সেই রাইফেল ঠেকিয়ে নিজের মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে ফাঁড়ির অন্য সদস্যরা গিয়ে মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাইফুল পারিবারিক হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
সাইফুলের মরদেহ মেহেরপুর সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানান ওসি।
আপনার মূল্যবান মতামত দিন: