পাবজি খেলায় হেরে কিশোরের আত্মহত্যা

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ১৯:৩১

ছবি : ইন্টারনেট

দিনাজপুরে মোবাইল ফোনে পাবজি খেলায় হেরে মো. মিঠু (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির নশরতপুর গ্রামের কাজীপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

মৃত মো. মিঠু (১৬) চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের কাজীপাড়ার মোশাররফ হোসেনের ছেলে ও মোজাফ্ফর হোসেনের নাতি।

স্থানীয় শিক্ষক রফিকুল ইসলাম তার নানার উদ্ধৃতি দিয়ে জানায়, রাতের খাওয়া শেষে নিজের শয়ন ঘরে মো. মিঠু (১৬) মোবাইলে গেম খেলতে শুরু করে। খেলায় সে পরাজিত হয়ে রাতের কোনো এক সময় আত্মহত্যা করে। মিঠু মোবাইলে ফ্রি ফায়ার গেমে প্রবল আসক্ত ছিল। ভোরের দিকে তার মা মোর্শেদা বেগম ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং চিৎকার করে উঠেন। প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন।

পুলিশ সুরতহাল করে মিঠুর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন: