কেরানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টের এক শিশু গুরুতর আহত

কেরানীগঞ্জ প্রতিনিধি | ১৪ জুলাই ২০২১, ০৭:৩৪

ছবিঃ সংগৃহীত

কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের বাহেরচর গ্রামের রহিমা নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।

তারানগর ইউনিয়নের আশরাফুল উলুম দাখিল মাদ্রাসা ও এতিমখানায় লেখাপড়া করে শিশুটি। প্রতিদিনের মতো যখন পড়তে যায় তখন পড়ার মাঝে শিক্ষক বাড়ির ছাদে কাপড় শুকাতে দিতে শিশুটিকে ছাদে পাঠায়। 

এ সময় হাইভোল্টেজ বৈদ্যুতিক তারের সাথে থাকা কাপড়টি আনতে গেলে শিশুটি বিদ্যুৎ স্পর্শে আহত হয়। শিশুটিকে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি করে। 

শিশুটির পরিবার জানায়, বর্তমানে শিশুটিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে হস্তান্তর করা হয়েছে। শিশুটির বাবা একজন দিনমজুর ইটের ভাটায় কাজ করেন। চিকিৎসার খরচ বহন তার পক্ষে সম্ভব না। তাই এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মানবিক সংগঠনের কাছে সাহায্য চেয়েছে পরিবারটি। 

কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীন আহমেদ ঘটনাটি জানতে পারলে তারানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক এর মাধ্যমে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করে। 

এ ঘটনাক্রমে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। 

কেরানীগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে আসামীকে গ্রেফতার করার কয়েক ঘন্টা পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। 

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষক তরিকুল জানায়, এটা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা আমাদের স্টুডেন্টকে বাচ্চাদের মত করে লালন পালন করি। আমাদের ইচ্ছাকৃতভাবে এটি হয়নি। এই ঘটনা আমার নিজ সন্তানের সাথে ও হতে পারতো। আমি শিশুটির পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। শিশুটির চিকিৎসার যত খরচ লাগে আমরা বহন করবো।



আপনার মূল্যবান মতামত দিন: