নবীগঞ্জে প্রসাশনের নজরদারি, ৮ হাজার ৫শ টাকা অর্থদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি | ১৩ জুলাই ২০২১, ০৭:৪৪

প্রতীকী ছবি

নবীগঞ্জে কঠোর লকডাউনের চলমান অভিযান অব্যাহত রয়েছে। বেড়েছে প্রসাশনের নজরদারি। রোববার (১১ জুলাই) নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য করার অপরাধে এবং স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের ৭টি মামলায় ৮ হাজার ৫’শ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

প্রতিদিনের ন্যায় রোববার সকাল থেকেই লকডাউন কার্যকর করতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ অভিযানে চালান। এসময় তাকে সহযোগীতা করেন সেনা সদস্যের একটি টহল টীম। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজার, বান্দের বাজার, সাইনবোর্ড বাজার, আউশকান্দি বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সরকারি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় রোগ সংক্রামক (প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন অনুয়ায়ী ৭টি মামলায় ৮ হাজার ৫’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযান চলাকালে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সরকারি বিধি নিষেধ পালন করতে সাধারণ মানুষকে আহবান জানান এসিল্যান্ড।



আপনার মূল্যবান মতামত দিন: