অতিমারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তাঁদের মধ্যে রাজশাহীর নয়জন, নওগাঁর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের দুজন, পাবনার একজন ও কুষ্টিয়ার একজন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব নিশ্চিত করেছেন বলেন, করোনায় মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া ও নওগাঁর একজন করে ছিলেন। নাটোরের একজন রোগী নেগেটিভ হওয়ার পরে মারা গেছেন। বাকি নয়জন রোগী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
আগের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ২০ জন। এর মধ্যে গত ১৩ জুন থেকে এ পর্যন্ত মৃত্যু ১০ থেকে ২৫–এর মধ্যে ওঠানামা করছে। জুলাই মাসে এ পর্যন্ত মারা গেছেন ১৩৯ জন। গত জুন মাসের মারা গেছেন ৩৪৬ জন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭০ জন। ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৪৮ জন। এখন হাসপাতালে মোট ভর্তি আছেন ৪৮৫ জন। এর মধ্যে করোনা পজিটিভ ২০২ জন, সন্দেহভাজন ২২১ জন ও নেগেটিভ ৬২ জন। আগের দিনে হাসপাতালে মোট রোগী ছিলেন ৪৭০ জন। হাসপাতালের করোনা ওয়ার্ডে বর্তমানে শয্যাসংখ্যা ৪৫৪ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: