বেড না পেয়ে হাসপাতালের গাছতলায় করোনা রোগী (ভিডিও)

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ০১:০৪

যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে সোমবার রাতে ভর্তির পর বেড না পেয়ে হাসপাতালের বাইরে গাছতলায় রাখা হয় রিনা খাতুন নামের এক রোগীকে-ছবি: সময় ট্রিবিউন

যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে সোমবার (৫ জুলাই) রাতে ভর্তি হন রিনা খাতুন নামের মহিলা। নিয়মানুযায়ী তাকে করোনা ওয়ার্ডের ইয়োলো জোনে থাকার কথা। কিন্তু সেখানকার শয্যা তো দূরের কথা বারান্দাতেও জায়গা মেলেনি প্রায় ষাটোর্ধ্ব বয়সী এই রোগীর। তাই নিরুপায় হয়ে স্বজনরা তাকে করোনা ওয়ার্ডের বাইরে নমুনা সংগ্রহের জন্য রাখা টেবিলের উপর রাখেন। পরে মঙ্গলবার সকালে নমুনা সংগ্রহ শুরু হওয়ায় টেবিলের উপর থেকে নামিয়ে গাছতলায় রাখা হয় রিনা খাতুনকে।

রিনা খাতুনের স্বামী আবদুল আজিজ জানান, যশোরের বাঘারপাড়া উপজেলার বারবাগ গ্রাম থেকে গতকাল রাতে করোনার উপসর্গ নিয়ে স্ত্রী রিনা খাতুনকে ভর্তি করেন হাসপাতালে। কিন্তু ভর্তির পর বেড না পেয়ে করোনার নমুনা সংগ্রহের জন্য রাখা টেবিলের উপর রাখা হয়। পরে আজ সকালে নমুনা সংগ্রহ শুরু হওয়ায় টেবিলের উপর থেকে নামিয়ে গাছতলায় রাখি অক্সিজেন লাগিয়ে।

শুধু রিনা খাতুন নয়, তার মত করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ জানান, করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রোগী বাড়ছেই। শয্যা বাড়িয়েও জায়গার সংকুলান হচ্ছে না। ফলে জায়গা না পেয়ে বারান্দা কিংবা গাছতলায় থাকার মত ঘটনা ঘটছে। তবে আমরা ইয়োলো জোনের শয্যা ও জায়গা বৃদ্ধি করছি। আরও বাড়ানো প্রক্রিয়াধীন।

তিনি বলেন, করোনা ওয়ার্ডের রেডজোনে ১৪৬ শয্যার বিপরীতে ১৩৬জন ও ইয়োলো জোনের ২২ শয্যার বিপরীতে ৯৯জন রোগী ভর্তি আছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে আরও ২৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বেড না পেয়ে হাসপাতালের গাছতলায় করোনা রোগী (ভিডিও)



আপনার মূল্যবান মতামত দিন: