বান্দরবান সীমান্ত দিয়ে আসছে অবৈধ গরু; আটক একজন

আশিকুজ্জামান খান, বান্দরবান | ৬ জুলাই ২০২১, ২১:০৯

জব্দকৃত গরু

ইদুল আযহা কে সামনে রেখে অল্প কয়দিনের মাঝেই জমে উঠবে কোরবানীর হাট। এবার দেশীয় পশু দিয়েই কোরবানীর চাহিদা পূরণ হবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তারপরেও চোরাইভাবে ভারত ও মায়ানমার থেকে আনা হচ্ছে গরু। গতকাল রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা গরুর চালানসহ এক চোরাকারবাররিকে আটক করেছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান ৬ জুলাই (সোমবার) দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে ১৩টি মোটাতাজা গরু জব্দসহ মো. কামাল মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

আটকৃত চোরাকারবারি মো. কামাল নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আশারতলী গ্রামের চেরারকূল এলাকার বশির আহাম্মদের ছেলে। তিনি রাজস্ব ফাঁকি দিয়ে গরু আনা নেওয়ার সাথে আগে থেকেই জড়িত।

পুলিশ জানায়, জব্দকৃত ১৩টি গরুর  অনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৮৫ হাজার টাকা। আটককৃত চোরাকারবারি কামাল মিয়ার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: