নলছিটিতে গৃহবধূর ছবি ফেসবুকে ছাড়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ৪ জুলাই ২০২১, ০২:৪৮

সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে গৃহবধূর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়ার অভিযোগে ফয়সাল আহমেদ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের ফজলু হাওলাদারের ছেলে।

নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, ফয়সাল আহমেদ পার্শ্ববর্তী গ্রামের এক গৃহবধূর ছবি সংগ্রহ করে অশ্লীল মন্তব্য করে ফেসবুকে ছেড়ে দেয়। পরে ভয় দেখিয়ে গৃহবধূর পরিবারের লোকজনের কাছে টাকা দাবি করে আসছিলেন ফয়সাল।

ভুক্তভোগীর পরিবারের লোকজন টাকা দিতে রাজি না হওয়ায় ফয়সাল ওই ছবি ফেসবুক থেকে প্রত্যাহার করেনি। এ ঘটনায় ওই গৃহবধূ ফয়সালের বিরুদ্ধে গত ১০ জুন নলছিটি থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম. মাহমুদ হাসান প্রিন্স বলেন, ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। আমরা ফয়সালকে গ্রেপ্তার করেছি। আদালতের মাধ্যমে তাকে শনিবার কারাগারে পাঠানো হয়।



আপনার মূল্যবান মতামত দিন: