জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (০১ জুলাই) সন্ধ্যায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হলে রাত ১০টায় তার লাশ উদ্ধার করা হয়। ওই ছাত্রের নাম সিয়াম (২২)। সে উপজেলার পলবান্দা ইউনিয়নের চরচাড়িয়া গ্রামের উমর আলীর ছেলে।
ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ বলেন, আমি ঘটনাস্থলে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র সিয়াম। সে স্থানীয় সরকারি নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উমর আলীর ছেলে।
তিনি জানান, বিকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল সিয়াম। পরে সন্ধ্যার আগে মুহূর্তে পৌর শহরের পাইলিং ঘাটে শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ সেতু সংলগ্ন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এ সময় লিমন এবং জিহান নামে তার দুই বন্ধু সঙ্গে ছিলো। গোসল করার এক পর্যায়ে হঠাৎ সিয়ামকে খুঁজে পাচ্ছিলো না তার বন্ধুরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খোঁজাখুঁজি করে অবশেষে নিখোঁজ সিয়ামকে রাত ১০টার দিকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: