অতিমারি করোনায় সারাদেশে একদিনে মৃত্যুর সবশেষ

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ২০:৫১

ফাইল ছবি

অতিমারি করোনাভাইরাসের তৃতীয় ঢেউ জেলা শহর ছাড়িয়ে এখন ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা ও সাতক্ষীরা জেলা। সবশেষ ২৪ ঘণ্টায় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১০৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে রোগীর চাপে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা।

নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-

রাজশাহী:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ১২ জন ও উপসর্গে ৫ জনের মত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর ১০ জন, ৩ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ২ জন, নওগাঁর একজন ও পাবনার একজন করে। হাসপাতালটিতে গত দুদিনে ৩৯ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন ৭৬ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

খুলনা:

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১১ জন মারা গেছেন। মৃত একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে একজন, খুলনা জেনারেল হাসপাতালে একজন ও বেসরকারি গাজী মেডিকেলে একজনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।

যশোর:

যশোরে করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৯০৩ জনের নমুনা পরীক্ষায় ২৮০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩১ শতাংশ।

বগুড়া:

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৪০৪ জন। একই সময়ে ৩৮০ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৬ শতাংশ।

কুষ্টিয়া:

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাত জনের মধ্যে চারজন কুষ্টিয়া সদর উপজেলার এবং বাকি তিন জন দৌলতপুর, কুমারখালী এবং মিরপুর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত ২১৮ মারা গেছেন। ৩৪২ নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ০৫ শতাংশ।

চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন।

কিশোরগঞ্জ:

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বাজিতপুর উপজেলার বাসিন্দা। একই সময়ে ৩১৯ জ‌নের নমুনা পরীক্ষা ক‌রে ৯৬ জ‌নের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৫৪ জনই কিশোরগঞ্জ সদর উপজেলার। এর পরই ভৈর‌বে ১৭ জন। এ ছাড়া হো‌সেনপু‌রে ২ জন, ক‌রিমগ‌ঞ্জে ৭ জন, পাকু‌ন্দিয়ায় ৩ জন, ক‌টিয়াদী‌তে ৫ জন, পাকু‌ন্দিয়ায় একজন, ক‌টিয়াদী‌তে ৫ জন, কু‌লিয়ারচ‌রে ৫ জন ও বা‌জিতপু‌রে দুজন শনাক্ত হ‌য়।

সাতক্ষীরা:

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের ৩৫ দশমিক ৫ শতাংশ।

টাঙ্গাইল:

গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ২৩৫ জন। আক্রান্তের হার ৪৪ দশমিক ৬৭ শতাংশ।

বরিশাল:

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আরও ৭ জন মারা গেছেন। তারা সবাই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ছিলেন। ২৪ ঘণ্টায় ১৯৩ জন করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০৩ জন পজিটিভ। শনাক্তের হার ৫৩ দশমিক ৩৬।

চট্টগ্রাম:

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে চট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। উপজেলার দুজন, মহানগরে দুজন। একই সময়ে ১২৩২ জনের নমুনা পরীক্ষায় আরও ৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

নওগাঁ

নওগাঁয় গত ২৪ ঘণ্টায় ক‌রোনায় ৩ জ‌নের মৃত‌্যু হয়েছে।

নাটোর

করোনায় আক্রান্ত গত ২৪ ঘণ্টায় নাটোর সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

নড়াইল

নড়াইলে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

সিলেট

সিলেট বিভাগে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৩০২ জন।

আরও আসছে...



আপনার মূল্যবান মতামত দিন: