বান্দরবান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খোকন আর নেই

আশিকুজ্জামান খান, বান্দরবান | ২৬ জুন ২০২১, ০৪:৪৬

ছবিঃ সংগৃহীত

বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তিন বারের নির্বাচিত কাউন্সিলর ও বান্দরবান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান খোকন (৫২) আর নেই। শুক্রবার (২৫ জুন) দুপুর ১২ টার দিকে রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে লাইফ সার্পোটে থাকা অবস্থায় উনার মৃত্যু হয়।

হাবিবুর রহমানের ছোট ভাই মুজিবুর রহমান জানান, বড় ভাইয়ের পিত্তথলিতে পাথর হওয়ায় অপারেশনের জন্য বান্দরবান থেকে ঢাকার বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরে টিউমার শনাক্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুর করা হয়।

এদিকে কয়েকদিন হাসপাতালে থাকার পরে কিছুটা সুস্থতাবোধ করলে তাকে পরিবারের সদস্যরা ঢাকার একটি ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ২৩ জুন ভোর ৪টার দিকে শারীরিক অবস্থার আবারো অবনতি হলে তাকে বিআরবি হাসপাতালের ভর্তি করে লাইফ সার্পোট দেওয়া হয়।

লাইফ সার্পোট দেওয়া অবস্থায় শুক্রবার দুপুরের দিকে তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রীসহ পাঁচ ভাই, দুই বোন, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মো. হাবিবুর রহমান খোকন বান্দরবান পৌরভার ৮ নম্বর ওয়ার্ডের তিনবারের নিবার্চিত পৌরসভার কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন এবং তিনি বান্দরবান জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সংগঠনের গুরত্বর্পূণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। উনার মৃত্যুতে শোক জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি।



আপনার মূল্যবান মতামত দিন: