শেরপুরের নালিতাবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ ফরিদুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।
শনিবার (৬ জুলাই ) সকালে গ্রেফতারকৃত আহসান হাবিব হেলালকে শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার নন্নী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরিদুল ইসলাম নন্নী বাজুপাড়া এলাকার মো. আক্কাস আলীর পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ফরিদুল ইসলামকে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া।
আপনার মূল্যবান মতামত দিন: