শনিবার(২৭ এপ্রিল) সকালে সরাইল উপজেলার কুট্টাপাড়া আনসারীয়া ঈদ গাহ কমিটির আয়োজনে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ নামাজ ও দোয়ার আয়োজন করা হয়। এতে অংশ নিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ গ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন। নামাজে ইমামতি করেন সরাইল বিকেল বাজার শাহী মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আল হুদা।
এসময় মহান আল্লাহ্তায়ালার সন্তুষ্টি কামনা করে দুই রাকাত নামাজ আদায় করা হয়। নামাজ শেষে খুতবা পাঠের পর চলমান তাপদাহসহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি পেত চোখের জল ভাসিয়ে আল্লাহ্র কাছে ফরিয়াদ ও দোয়া করা হয়।
এদিকে আখাউড়া উপজেলায়ও বৃষ্টির জন্য নামাজ আদায় করা হয়েছে।
দুপুর দুইটার দিকে আখাউড়া পৌর শহরের ঐতিহ্যবাহী সদর ঈদগাঁহ ময়দানে খোলা আকাশের নিচে প্রচন্ড গরম উপেক্ষা করে এ নামাজ আদায় করেন ওই এলাকার মুসল্লিরা। নামাজে ইমামতি করেন মসজিদ পাড়া সদর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি ইয়াকুব হাসান।
নামাজ আদায়ের পর দেশ ও জাতির নাজাতের জন্য ও প্রচন্ড তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির আশায় দুই হাত উল্টো করে মুক্ত আসমানের দিকে দুই হাত তুলে দোয়া প্রার্থনা করেন মুসল্লিরা।
মুফতি ইয়াকুব হাসান বলেন, আল্লাহর শরণাপন্ন হলে তিনি বিপদাপদ, দুঃখকষ্ট, বালামুসিবত অবশ্যই দূর করে দেন। দুনিয়ায় আল্লাহর অজস্র কুদরত ও নিদর্শনের মধ্যে বৃষ্টি অন্যতম। বৃষ্টি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জমির উর্বরতা বৃদ্ধি করে। 'বৃষ্টি আল্লাহর খাস রহমতের নিদর্শন।’ তাই বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় শেষে মোনাজাত করেছি।
আপনার মূল্যবান মতামত দিন: