মাদারীপুরের কালকিনিতে স্কুলব্যাগে ককটেল বহন করায় একজনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ নাসির কাজী (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করে।
আটক নাসিরের বাড়ী কুমিল্লা জেলায়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি ফাঁসিয়াতলায় ককটেল বহন করে আনা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে মাদারীপুর ডিবি পুলিশ ব্যাগ ভর্তি বোমা সাদৃশ্য বস্তুসহ নাসির কাজীকে আটক করে।
পরবর্তীতে বোমা ডিসপোজাল ইউনিটকে জানানো হলে ঢাকা থেকে ০৫ সদস্য বিশিষ্ট বোম ডিসপোজাল ইউনিট ফাঁসিয়াতলায় গিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করে।
এব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল-মামুন বলেন, আটক নাসির কাজী দীর্ঘদিন ধরে বোমা ও দেশীঅস্ত্র জেলার বিভিন্নস্থানে বিক্রি করে আসছে বলে ধারণা করা হচ্ছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো আনা হয়েছিল বলে মনে করা হচ্ছে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: