পাবনায় যুবলীগের উদ্যোগে প্রতিরাতে চলছে সাহরি বিতরণ

স্টাফ রিপোর্টার, পাবনা | ২১ মার্চ ২০২৪, ১৫:০৭

সংগৃহীত

স্কয়ার গ্রুপের সহায়তায় ও পাবনা জেলা যুবলীগের উদ্যোগে প্রতিরাতে চলছে বিনামূল্যে সাহরি বিতরণ কর্মসূচি।

জানা গেছে, প্রতিদিন রাতে সাহরি রান্না ও খাবার প্যাকেট করা হয়। এরপর রাত দেড়টা থেকে দু'টার মধ্যে পাবনা জেনারেল হাসপাতালে রোগী ও তার স্বজনদের মাঝে সাহরি বিতরণ করা হয়।

পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি ও যুগ্ন আহবায়ক শিবলী সাদিক নেতাকর্মীদের নিয়ে  এই সাহরি বিতরণ করেন। প্রতিরাতে ৭০০ প্যাকেট সাহরি বিতরণ করা হয়।

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি বলেন, 'রমজান মাসে অনেক দূর দূরান্ত থেকে অনেক অসহায় গরীব রোগী পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি থাকেন। তাদের সাথে স্বজনরা থাকেন। কিন্তু তাদের সাহরি করার প্রস্তুতি থাকে না। সাহরির সময় বাইরে খাবার পাওয়াও কষ্টসাধ্য হয়ে পড়ে। ওই সব অসহায় মানুষের কথা চিন্তা করে, মানবিক দিক বিবেচনা করে, এই সাহরি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।'

জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শিবলী সাদিক বলেন, 'স্কয়ার গ্রুপের সহায়তায় জেলা যুবলীগের উদ্যোগে গত ১৭ মার্চ থেকে আমাদের এই সাহরি বিতরণ কর্মসূচি চলছে। রমজান মাসের বাকি দিনগুলোতে একইভাবে প্রতিরাতে সাহরি বিতরণ অব্যাহত থাকবে। গত বছরও রমজান মাসে সাহরি বিতরণ করা হয়েছিল। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মানসিক তৃপ্তি থেকে আমরা এই কাজ করছি।'



আপনার মূল্যবান মতামত দিন: