ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আজ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায়ের
(৭৫) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার পারকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায় কে রাষ্টীয় মর্যাদা দেয়া হয়।পরে গ্রামের স্মশানে তাঁর সৎকার করা হয়।
এর আগে, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের
নেতৃত্বে একদল পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বেজে উঠে।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমান,
ইউপি চেয়ারম্যান আবুল কালাম, রানীশংকৈল থানার ওসি সোহেল রানা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মুক্তিযোদ্ধা হরেন্দ্রনাথ রায় ১৯৭১ সালে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি দুইপুত্র ও এককন্যা রেখে গেছেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: