লুঙ্গি-গামছা পরে মাদক কারবারি ধরলো ঘোড়াঘাট পুলিশ

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি | ৯ মার্চ ২০২৪, ১৬:৪১

গাঁজাসহ গ্রেপ্তার দুই জন।

লুঙ্গি-গামছা পরে ছদ্মবেশ ধারণ করে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। 

শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার বিশ্বনাথপুর মাস্টার পাড়া থেকে একজন এবং তার স্বীকারোক্তি থেকে উপর আরেক জনকে একই উপজেলার কষিগাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঘোড়াঘাট উপজেলার চকবামুনিয়া বিশ্বনাথপুর মাস্টার পাড়ার মোখলেছার(৫০) ও একই উপজেলার কষিগাড়ি গ্রামের রাকিব হাসান রুবেল(৩০)।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিরা সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে মোখলেছার তার বসতবাড়িতে গাঁজা কেনা-বেচা করছে এমন খবর পায় পুলিশ। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে দেহ তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ১'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার বিষয়ে জানতে চাইলে সে জানায়, রাকিব হাসান রুবেল নামের একজনের কাছ থেকে গাঁজা কিনেছে এবং রুবেলের কাছে আরও অনেক গাঁজা বেচার জন্য আছে। পরে উপ-পরিদর্শক বনমালী রায়, আজিজার রহমান, মোজাফফর রহমানসহ সঙ্গীয় ফোর্স ছদ্মবেশ ধারন করে উপজেলার কষিগাড়ি এলাকার পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় প্লাস্টিক ব্যাগের ভিতর পলিথিনের মধ্যে ১ কেজি গাঁজাসহ রুবেলকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আজ শনিবার তাদেরকে আদালতে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন: