চলন্ত মোটরসাইকেলে গাছের ডাল ভেঙে পড়ে পথচারী এক দলিল লেখক নিহত হয়েছেন।
শুক্রবার (০৮ মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলার কুমারগঞ্জ বাজারের সামনে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মোটর সাইকেল চালক ইসমাইল হোসেন (৪৫) বালিয়াডাঙ্গী উপজেলার
ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের বাসিন্দা জমিরুলের ছেলে । তিনি লাহীড়ি ভূমি রেজিট্রি অফিসের দলিল লেখক ছিলেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরে চাচাতো ভাই মকিম উদ্দিন সরকার বলেন, ইসমাইল হোসেন নেকমরদ বাজারে কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈলে তার শ্যালিকার বাড়ি যাচ্ছিলেন। আর কুমারগঞ্জ এলাকায় সড়কের ধারে গাছ কাটছিলেন দুইভাই মিলে। এসময় গাছটি হঠাৎ সড়কে তার মাথার উপরে পরে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
তিনি আরও বলেন, যারা গাছ কাট ছিলেন তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত ছিল ও সড়কে চলাচলকারি যানবাহনদের ব্যরিকেট দিয়ে থামিয়ে দেওয়া উচিত ছিল। যে গাছটি আগে কাটা শেষ হয়ে পরে যাক তারপরে চলাচলকরিদের যেতে দেওয়া উচিত ছিল। তাদের অসচেতনার জন্য আজকে আমার ভাইকে প্রাণ দিতে হল।
রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, কুমারগঞ্জ এলাকার মো. কামাল উদ্দিন। বাড়ির পাশে ও সড়কের ধারে একটি নিম গাছ কাটছিলেন। এসময় গাছটি পরে এমন দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, সড়কের ধারে গাছ অর্থাৎ সেটি সরকারি জায়গার গাছ। সড়ক ও বন অধিদপ্তরের কোন অনুমতি না নিয়ে এভাবে গাছ কেউ কাটতে পারে না। এভাবে গাছ টাকা অন্যায় হয়েছে। তারপরেও আবার অসর্তকতার জন্য প্রাণ দিতে হলো একজন মানুষকে।
স্থানীয়রা জানায়, কুমারগঞ্জ এলাকার বাসিন্দা মৃত রোস্তম আলীর দুই ছেলে কামাল ও শাহজামাল মিলে মহাসড়কের পাশে লাগানো সরকারি একটি গাছ কাটতেছিলো।
এসময় মোটরসাইকেল চালক ইসমাইল মহাসড়কের ওই এলাকার কাছাকাছি গেলে তার মাথার ওপর হঠাৎ সেই গাছের কাটা ডাল ভেঙে পড়ে। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গাছ কাটার সময় অসতর্কতার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনিপ্রক্রিয়া চলছে এবং নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: