কিশোরগঞ্জে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ কুলিয়ারচর উপজেলার আগরপুর এলাকা থেকে মিন্টু মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এসআই (নিঃ)নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় গত রবিবার ০৩ মার্চ দিবাগত রাত ০৯.১০ মিনিটের সময় কুলিয়াচর থানাধীন লক্ষিপুর মধ্যপাড়া সাকিনস্থ জনৈক মিয়াস মিয়ার বাড়ির পশ্চিম পার্শে আগরপুর হইতে পোড়াদিয়াগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মিন্টু মিয়া (৩০), পিতা- জসীম উদ্দিন, সাং- লক্ষিপুর ভিটিপাড়া, থানা- কুলিয়ারচর, জেলা- কিশোরগঞ্জ কে গ্রেফতার করেছে।
এ সময় মাদক ব্যবসায়ীর হেফাজতে থাকা সর্বমোট ১২০ (একশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে রাত ০৯.২৫ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুলিয়াচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: