ফরিদপুরে হয়রানির প্রতিবাদে  সত্ত্বাধিকারীর সংবাদ সম্মেলন 

স্টাফ রিপোর্টার, ফরিদপুর  | ৪ মার্চ ২০২৪, ২০:১৫

ফরিদপুরে হয়রানির প্রতিবাদে  সত্ত্বাধিকারীর সংবাদ সম্মেলন 
চাঁদা দাবি, হয়রানিমুলক মামলা ও অপপ্রচার চালিয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুরের ইয়াং লাইফ অ্যাসথেটিক অ্যান্ড লেজার সেন্টারের সত্ত্বাধিকারী শান্তা ইসলাম। 
 
সোমবার দুপুরে শহরের অনাথের মোড়ে সাঁঝের মায়া ভবনে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব শাখায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
এসময় শান্তা ইসলাম বলেন, ব্যাংক থেকে মোটা অংকের টাকা ঋণ নিয়ে তিনি প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। কিন্তু তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ণ করার জন্য নানা ষড়যন্ত্র করছে।
 
তিনি এ ব্যাপারে প্রশাসন সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। 
 
সংবাদ সম্মেলনে ফরিদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 


আপনার মূল্যবান মতামত দিন: