আশুলিয়ায় মাদক  নির্মূলে প্রয়োজনে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতার আহ্বান

খোরশেদ আলম, সাভার প্রতিনিধি | ২ মার্চ ২০২৪, ১৯:৩৫

আশুলিয়ায় মাদক  নির্মূলে প্রয়োজনে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতার আহ্বান
সাভারের আশুলিয়ায় মাদক নির্মূলে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা অফিসার ইনচার্জ, এ. এফ, এম, সায়েদ।
 
শনিবার দুপুরে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ শাহ আলম।  সঞ্চালনায় জহিরুল ইসলাম (হাসান) আশুলিয়া  রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক । 
 
অনুষ্ঠানে প্রায় আশুলিয়ার  অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
 
প্রধান অতিথির বক্তব্যে মাদক নির্মূলে আশুলিয়া থানার পুলিশ কর্মকর্তারা জিরো টলারেন্স অবস্থানে। যে কোন প্রয়োজনে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাওয়ার জন্য তিনি আহ্বান করেন। 
 
পাশাপাশি তিনি আরো বলেন, এই এলাকার বাড়ির মালিকরা  যদি একটু সচেতন হয় তাহলে মাদক নির্মূল করা সম্ভব, মাদক সেবন এবং মাদক ব্যবসায়ীদের কে  চিনতে পারলে তাদের কাছে যেন বাড়ি ভাড়া এবং দোকান বাকি না দেওয়ার জন্য তিনি অনুরোধও করেন, তাহলেই মাদক কারবারীদেরকে নির্মূল করা সম্ভব হবে মন হয়। 


আপনার মূল্যবান মতামত দিন: