প্রতিদিন শতশত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। রোগীদের চাপ বেড়েছে হাসপাতালগুলোতে। বিপজ্জনক অবস্থায় আছে কেনোলা সংকট হয়ে পড়েছে। এতে হাসপাতালে বেড সংকট দেখা দিয়েছে। ফ্লোরে প্লাস্টিকের পাটি বিছিয়ে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।
জানা যায় যে,গত দুই দিন যাবত ম মে ক হাসপাতালে ১৫ নং ওয়ার্ডে চলছে কেনোলা সংকট।কেনোলা না থাকায় হাসপাতালে চিকিৎসকরা বাহির থেকে কিনে নিয়ে আনতে হচ্ছে।১৫ নং ওয়ার্ডে গত শুক্রবার সকাল থেকে শুরু হয় ভর্তির রোগীর সংখ্যা ১১৪ জন।গতকাল সকালে হয়েছে প্রায় ২৪ জন ভর্তি হয়।
আরও জানা যায় যে, নার্স ইনচার্জ এর গাফিলতির কারণে শত শত রোগীর বাহির থেকে কিনতে হলো কেনোলা।
বিশেষজ্ঞরা বলছেন,মমেক হাসপাতালে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বাড়ছে।শয্যার বাহিরে রোগীর সংখ্যা বেশি থাকায় বারান্দায় পাটিতে শুয়ে চিকিৎসা দিচ্ছি।আমাদের চিকিৎসা কোন সমস্যা হচ্ছে না।
একাধিক রোগীর স্বজনরা আক্ষেপ করে বলেন,সাধারণ একটা ক্যাথেটার বাহির থেকে কিনতে হয়।ডিউটিরত নার্সরা রোগীদের কে কিনতে বলে রোগীর লোক বাহির থেকে কিনে আনে।
নার্স ইনচার্জ লুৎফা খাতুন বলেন,কেনোলা হওয়ার কথা না। বিষয়টি আমি দেখতেছি।
এ বিষয় হাসপাতালের উপপরিচালক ডাঃ জাকিউল ইসলাম মহোদয়কে whatsapp নাম্বারে ফোন করেও পাওয়া যায়নি।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: