মঙ্গলবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয়টি হলো ‘স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার’।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র গোলাম কিবরিয়া সঞ্চালনায় পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুনর রশীদ। এসময় বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী (সিভিল) একেএম লুৎফুল ইসলাম, প্যানেল মেয়র চান মাহমুদ, কাউন্সিলর মোঃ আরিফুল ইসলাম প্রমুখ।
মেয়র গোলাম কিবরিয়া বলেন, যতগুলো সেবা আছে সহজ ভাবে এবং দ্রুততার সাথে পৌর নাগরিকদের কাছে পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ডিজিটাল এর মাধ্যমে টেক্সের বিল নাগরিকদের হাতে পৌঁছে দিচ্ছি। জনগণের দোরগোড়ায় স্মার্ট বাংলাদেশে বার্তা পৌঁছে দেয়ার জন্য বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান। সুন্দর নগরী গড়ে তুলতে হলে পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছেলে-মেয়েদের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে। সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে হলে পাশাপাশি পৌরসভার সাধারণ নাগরিকদের সচেতন হতে হবে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: