দিনাজপুরের ঘোড়াঘাটে কথিত মোজাম বিনোদন পার্কে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় পতিতাসহ ১০ জনকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া মোজাম বিনোদন পার্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অংশ নেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিনোদন পার্কের মালিকসহ ম্যানেজার পালিয়ে যায়।পার্কের মধ্যে থাকা কয়েকটি আবাসিক রুম থেকে পুলিশ এসময় ৫ জন নারী ও ৫ জন পুরুষকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে আদালতে ৫ জন খদ্দেরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ নারীকে এক হাজার টাকা করে জরিমানা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, আব্দুল কাদের (২২), গাউসুল আজম (২৭), সুজাউল হক (৪০), সারোয়ার (৩০) এবং মতিয়ার রহমান (৪০)। অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- শারমিন (৩০), মাহি (১৮), শ্রাবনী (৩৫), মারিয়া (২০) এবং মেয়ে মাহবুবা (২৫)।
ঘোড়াঘাট থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান,খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। রবিবার সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ জন নারী ও পুরুষ কে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: