"কণ্ঠরোধের কানুন ভেঙে,কণ্ঠ ছেড়ে গান ধরেছি" স্লোগানে উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন স্বরণে শেরপুরে দ্বাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারী (শুক্রবার) বিকালে জেলা উদীচী ভবন, নিউমার্কেট কার্যালয়ে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, শেরপুর জেলা সংসদ এর আয়োজনে এ জেলা পর্যায়ে এ প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা উদীচীর সভাপতি, অধ্যাপক সারওয়ার জাহান তপন,সাধারণ সম্পাদক,প্রভাষক রিতেশ কর্মকার।
ওই সময় প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন,পঙ্কজ চক্রবর্তী,নির্মল দে, মুক্তি দত্ত।
এছাড়াও অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাট্য সম্পাদক,শুভংকর সাহা, প্রচার সম্পাদক রজত সাহা সহ প্রমুখ।
এ সময় প্রতিযোগিতায় ৪ টি ইভেন্টে একাদিক প্রতিযোগী অংশগ্রহণ করে বিজয়ই হয় এবং বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পায়।
আপনার মূল্যবান মতামত দিন: