কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে অবস্থিত জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার (১৭ ফেব্রুয়ারী) জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের প্রাঙ্গণের মুক্তমঞ্চে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মইনুজ্জামান অপু।
এ সময় আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান কবীর, জারইতলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন বাদল, জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন,বাট্টা পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শুক্কুর আলী, করগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান তোতন, বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র দেবনাথ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নিখিল চন্দ্র ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ, সাবেক ব্যাংক কর্মকর্তা জহিরুল ইসলাম জগলু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের কর্মসূচি আরম্ভ করা হয়। অনুষ্ঠানের শুরুতে জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী তৌফিকুল ইসলাম রবিন স্বাগত বক্তব্য রাখেন।
পরবর্তীতে এ বছর বিদ্যালয়ে নতুন ভর্তি কৃত ১৫৭ জন ছাত্র ছাত্রী কে ফুল দিয়ে বরণ করা হয়। কচিকাঁচা শিক্ষার্থীদের কে বাংলার ঐতিহ্যবাহী পিঠার সাথে পরিচিত করার লক্ষ্যে এই পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিঠা উৎসবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আয়োজনে মোট ১৫ টি পিঠা স্টলে ১৫৮ জাতের পিঠা উপস্থাপন করা হয়।
পিঠা উৎসব ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবক এবং আগত অতিথিরা স্টল ঘুরে বিভিন্ন পদের পিঠা কিনছেন। এসব পিঠের মধ্যে ভাপা পিঠা, চিতই পিঠা, দুধ চিতই পিঠা, ঝাল পিঠা, মালপোয়া, মেড়া পিঠা, মালাই পিঠা, , কুলশি, কাটা পিঠা, ক্ষীরকুলি, গোকুল পিঠা, গোলাপ ফুল পিঠা, লবঙ্গ লতিকা, রসফুল পিঠা, সুন্দরী পাকান, সরভাজা, পুলি পিঠা, পাতা পিঠা, পাটিসাপটা, পাকান পিঠা, নারকেলের সেদ্ধ পুলি, ছিট পিঠা, পানতোয়া, জামদানি পিঠা, হাঁড়ি পিঠা, ঝালপোয়া পিঠা, ঝুরি পিঠা, ছাঁচ পিঠা, ছিটকা পিঠা, বিবিখানা, চুটকি পিঠা, চাপড়ি পিঠা, ঝিনুক পিঠা, সূর্যমুখী পিঠা, ফুল পিঠা, বিবিয়ানা পিঠা, সেমাই পিঠা, নকশি পিঠা, পিঠাসহ আরও বাহারি সব নামের পিঠা ।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জিনিয়াস এডুকেশন কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক প্রকৌশলী তৌফিকুল ইসলাম রবিন। এই উপলক্ষে বিকালে বিদ্যালয়ের মুক্তমঞ্চে দলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ধরনের গান এবং নিত্য পরিবেশন করে। উপলক্ষে অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবং ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: