ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুরের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলামের অনিয়ম, দূর্নীতির প্রতিবাদ ও তার দ্রুত অপসারণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
প্রতিষ্ঠানের ৭ম পর্বের শিক্ষার্থী জিসাদ রহমান এর সভাপতিত্বে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির ক্যাম্পাস হতে ফরিদপুর প্রেসক্লাব পর্যন্ত এ বিক্ষোভ মিছিল বের হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ৭ম পর্বের শিক্ষার্থী আব্দুর রহমান, ৫ম পর্বের শিক্ষার্থী হামিম প্রধান প্রমূখ। এ সময়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি , ফরিদপুরের অধ্যক্ষের অনিয়ম, দূনীতি,ও স্বেচ্ছাচারীতায় প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে। বদলির আদেশ কার্যকর করাসহ তারা অবিলম্বে অধ্যক্ষের অপসারণ করে নতুন অধ্যক্ষ নিয়োগের দাবী জানান।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: