কিশোরগঞ্জের হোসেনপুরে খুনসহ ডাকাতি, পুলিশ এস্যাল্টসহ খুন, অস্ত্র মামলা, দস্যুতা মামলাসহ একাধিক গ্রেফতারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী আবু হানিফকে গ্রেফতার করেছে হোসেনপুর থানা পুলিশ।
বুধবার ১৪ ফেব্রুয়ারী দুপুরে হোসেনপুর থানার অফিসার-ইনচার্জ নাহিদ হাসান সুমন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় খুনসহ ডাকাতি, পুলিশ এস্যাল্টসহ খুন, অস্ত্র মামলা, দস্যুতা মামলাসহ একাধিক গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী আবু হানিফকে তার নিজ বাড়ী হোসেনপুর উপজেলার উত্তর পানান (পানান আদর্শ দাখিল মাদ্রাসার দক্ষিণ পার্শে) থেকে গ্রেফতার করেছে।গ্রেফতার আবু হানিফ হোসেনপুর উপজেলার উত্তর পানান (পানান আদর্শ দাখিল মাদ্রাসার দক্ষিণ পার্শে) এলাকার মোঃ সিরাজ উদ্দিন এর ছেলে।অভিযুক্ত আসামী আবু হানিফের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানার মামলা নং-৩২/৭২, তারিখ- ২২ ফেব্রুয়ারি, ২০১৭; ধারা- ৩৯৬ পেনাল কোড-১৮৬০ মূলে গ্রেফতার পরোয়ানা মুলতবী ছিল।এছাড়াও অভিযুক্ত আসামীর বিরুদ্ধে কুমিল্লা এর বুড়িচং থানার ,এফআইআর নং-১২/৯৪, তারিখ- ০৮ মার্চ, ২০১৭; ধারা- ১৯A/১৯(f) ১৮৭৮ সালের অস্ত্র আইন; কুমিল্লা এর বুড়িচং থানার মামলা নং-১১/৯৩, তারিখ- ০৮ মার্চ, ২০১৭;ধারা-৩৩২/৩৫৩/৩২৬/৩০৭/ ৩০২ পেনাল কোড-১৮৬০,কুমিল্লা এর বুড়িচং থানার মামলা নং-৩২/৭২,তারিখ- ২২ ফেব্রুয়ারি, ২০১৭; ধারা- ৩৯৬ পেনাল কোড-১৮৬০ বিচারাধীন রয়েছে।
হোসেনপুর থানা পুলিশ সূত্র জানায়,অভিযুক্ত আসামীকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়,তিনি ১৩/১৪ বছর বয়সে অর্থাৎ ১৯/২০ বছর পূর্বে বাড়ী থেকে পালিয়ে প্রথমে সিলেটে অবস্থান করে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় সে কুমিল্লা গিয়ে বুড়িচং থানা এলাকায় অবস্থান করে ওয়ারেণ্ট এর মামলার ঘটনার সাথে জড়িয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে অভিযুক্ত আসামি চট্টগ্রামে অবস্থান করে আসছিল। দীর্ঘ ১২ বছর পর নিজ বাড়ীতে মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারী দিবাগত রাতে অবস্থান করছিল বলে জানতে পারে পুলিশ। গোপনসূত্রের সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানা পুলিশ বুধবার তার নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,অভিযুক্ত বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতাত করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: