নরসিংদীতে মাদক ব্যবসায়ী ধরতে র‍্যাবের অভিযান, দূর্বৃত্তদের হামলায় আহত ১

আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি | ১৪ ফেব্রুয়ারী ২০২৪, ১২:৩৪

নরসিংদীতে মাদক ব্যবসায়ী ধরতে র‍্যাবের অভিযান, দূর্বৃত্তদের হামলায় আহত ১
নরসিংদীতে মাদক কারবারি ধরতে র‍্যাবের অভিযানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ইমরান হাসান নামে র‍্যাব-১ এর এক সদস্য গুরুত্বর আহত হয়েছেন। দূর্বৃত্তদের হামলায় র‍্যাব সদস্যের মাথায় দুটি কোপ এবং ডান হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয় বলে জানা যায়।
 
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌঁনে ৮ টায় রায়পুরা উপজেলার নিলক্ষা এলাকায় এই ঘটনা ঘটে। তবে এ বিষয়ের র‍্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
 
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দূর্গম চরাঞ্চল নিলক্ষার কুখ্যাত মাদক কারবারি  ইউনুস আলীকে ধরতে ঢাকার উত্তরাস্থ র‌্যাব-১ এর এএসপি তারিকুলের নেতৃত্বে র‌্যাব সদস্যরা  উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক কারবারি  ইউনুস আলী (৪০) কে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে আসার সময় তার স্বজন ও স্থানীয় গ্রামবাসীরা র‌্যাব সদস্যেদের ব্যারিকেড দিয়ে অতর্কিত হামলা করে তাদের কাছ থেকে আসামি ইউনুস আলীকে ছিনিয়ে নেয়। এসময় দূর্বৃত্তদের ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে হাত ও মাথায় গুরুত্বর জখম হন র‌্যাব-১ এর সদস্য ইমরান হাসান। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
 
নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম বলেন, র‍্যাব সেখানে মাদক বিরোধী অভিযানে গেলে সংঘবদ্ধ মাদক কারবারীদের হামলায় র‍্যাব সদস্য আহতের খবর পেয়েছি, মোট আহতের সংখ্যা এখনি বলা যাচ্ছেনা। বর্তমান পরিস্থিতি শান্ত আছে, সেখানে র‍্যাব, পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।
 
অপরদিকে রাত ১০টা ৪০ মিনিটে র‌্যাবের বহনকারী একটি সাদা রংয়ের মাইক্রোবাস ও কয়েকটি গাড়ি নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের সামনে আসলে উপস্থিত সাংবাদিকরা গাড়ির দিকে দৌড়ে গেলে র‌্যাব গাড়িটি ঘুড়িয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। এসময় গাড়ীর ভিতর আহত র‌্যাব সদস্যদের দেখা গেছে। পরে
 
জানা গেছে, গাড়ীর ভিতর আহত র‌্যাব সদস্য মাসুম বিল্লাহ ও রায়হানসহ অন্যান্য র‌্যাব সদস্যরা ছিল। এ বিষয়ে জানতে, ঢাকা উত্তরার র‌্যাব-১ এর এএসপি তারিকুল ইসলাম এর মোবাইল ফোনে বার বার ফোন দিলেও তিনি ফোন কেটে দেন।


আপনার মূল্যবান মতামত দিন: