ডাসারে প্রতিবন্ধীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন আগুনে পুড়ে ছাই

কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি | ১২ ফেব্রুয়ারী ২০২৪, ২০:০৩

ডাসারে প্রতিবন্ধীর বেঁচে থাকার একমাত্র অবলম্বন আগুনে পুড়ে ছাই
মাদারীপুরের ডাসার উপজেলার শারীরিক প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের বেঁচে থাকার একমাত্র অবলম্বন মুদি দোকানটি  হঠাৎ আগুন লেগে নিমিষেই সব পুড়ে ছাই হয়ে যায়। এ অগ্নিকাণ্ড  প্রায় ৩লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের ।দোকান করে দুই মেয়ে স্ত্রীসহ চারজনের সংসার চালান দোকান হারিয়ে দিশেহারা শারীরিক প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন।
 
রবিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে এই ঘটনা ঘটে। 
 
ক্ষতিগ্রস্ত  সৈয়দ কাঞ্চন কান্না জড়িত কন্ঠে বলেন,আমি ধার-দেনা ও ঋণ করে একটি দোকান দেই।এই দোকানের আয় দিয়ে সংসার চলে।প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়ীতে যাই।কিছুক্ষণ পরে শুনি আমার দোকানে আগুন লেগেছে।এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে।দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।আমি সরকারের কাছে সহযোগিতা চাই।
 
 
ফায়ার সার্ভিসের ইউনিট  রুবেল আহমেদ বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীদের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুনে সূত্রপাত বিদ্যুতিক শর্ট সার্কিট। 
 
এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন,আমি ইতিমধ্যে  সৈয়দ কাঞ্চনের দোকান পুড়ে যাওয়ার স্থান পরিদর্শন করেছি।অসহায় এই পরিবারটিকে উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করা হবে  ।


আপনার মূল্যবান মতামত দিন: