কুলিয়ারচরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ১০ ফেব্রুয়ারী ২০২৪, ২২:৫২

কুলিয়ারচরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতী ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় লায়ন মজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) লায়ন মজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর স্পাউস মিসেস লি ইউ, রাষ্ট্রদূতের মেয়ে মিস ইয়াও জিয়াউ, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাজী মহুয়া মমতাজ, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ ঘোষ ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামুল হক, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. লুৎফর রহমান,ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হীরা মিয়া সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াছিন খন্দকার, ছয়সূতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুজ্জামান জসিম,বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য লায়ন বিউটি আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রবেশের সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথি কে ফুল দিয়ে বরণ করে নেয়। এ সময় অনুষ্ঠানে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম প্রধান অতিথি কে জাতীয় স্মৃতিসৌধ এর প্রতিকৃতি ক্রেস্ট ও উপহার দিয়ে সন্মানিত করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ে এসে এত সুন্দর অনুষ্ঠান দেখে তিনি মুগ্ধ ও খুশি হয়েছেন। প্রধান অতিথি উক্ত বিদ্যালয়ে একটি স্মার্ট ক্লাসরুম করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চীন দেশে লেখাপড়া করার সুযোগ করে দেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: