দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনে ভোলার দৌলতখানে ১৩ জেলেকে আটক করেছে উপজেলা মৎস্য বিভাগ। এসময় ১ লাখ মিটার অবৈধ ধরা জাল, ২ হাজার মিটার খুঁটি জাল, ৪০ টি গ্যারাপী, ৪ টি বড় ট্রলার ১ টি মাঝারি ট্রলার ও একটি ডিঙি নৌকা ও মশারী জালের ফাঁদ ফাতা ৬০ টি খুঁটি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ১৩ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান।
বুধবার সকালে দণ্ডিত ব্যক্তিদের ভোলা জেল হাজতে সোপর্দ করা হয়। তারা নোয়াখালী রামগতি এলাকার বাসিন্দা। এরআগে গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য বিভাগ।
দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন জানান, দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চলমান রয়েছে। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী মেঘনা নদীর হাজীপুর ও মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৩ জেলে ও ৪ টি বড় ট্রলার ১টি মাঝারি ট্রলার ও একটি ডিঙি নৌকা সহ ১ লাখ মিটার অবৈধ ধরা জাল এবং ২ হাজার মিটার খুঁটি জাল জব্দ করা হয়। এসব ধরা জালের ফাঁস ম্যাস সাইজ হচ্ছে তিন সেন্টিমিটারের নিচে। পরে এসব জাল উপজেলার পাতার খাল এলাকায় আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ১৩ জেলেকে কারাদণ্ড দেয়া হয়। ট্রলার ও গ্যারাপী মৎস্য বিভাগের জিম্মায় রাখা হয়েছে এবং এসব অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান। এসময় দৌলতখান থানার ওসি তদন্ত মো: এরশাদুল হক ভূইয়া, পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন সহ থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: