চাঁন্দপুর কচি কন্ঠ শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০৯

চাঁন্দপুর কচি কন্ঠ শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব

দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কটিয়াদী উপজেলার চাঁন্দপুর কচি কন্ঠ শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ২৯ নং চাঁন্দপুর মধ্যপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে চাঁন্দপুর কচি কণ্ঠ শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক শাকিল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সন্মানিত সদস্য মোঃ কামরুজ্জামান, ২৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত উদ্দিন খান, এলাকার বিশিষ্ট সমাজ সেবক ফিরোজ মিয়া, এলাকার বিশিষ্ট সমাজ সেবক বদর উদ্দিন এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ, এলাকার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানে আগত সন্মানীত অতিথি বৃন্দদের কে অনুষ্ঠানের সন্মানী ব্যাচ পরিয়ে অনুষ্ঠানে বরন করে নেয় বিদ্যালয়ের কোমলমতি কচি কচি শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের কর্মসূচি আরম্ভ করা হয়। অনুষ্ঠানের কর্মসূচির শুরুতেই বিদ্যালয়ের কোমলমতি কচি কচি শিক্ষার্থীরা দৃষ্টিনন্দন শরীরচর্চার ডিসপ্লে প্রদর্শন করে। অনুষ্ঠানে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ধারাভাষ্যকার সবুজ বাঙালি।

এ সময় ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খেলায় অংশ গ্রহণ করে। খেলা শেষে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যকে তুলে ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ণিল সাজে সাজিয়ে একাধিক স্টলের মাধ্যমে বিভিন্ন ধরনের পিঠা উপস্থাপন করে। এ সময় পিঠা স্টল গুলোতে অনুষ্ঠানে আগত দর্শনার্থী ও ক্রেতাদের ভিড়ে পিঠা স্টল গুলোতে উপচে পড়া ভিড় জমে। পিঠা উৎসব শেষে খেলার মাঠে বিদ্যালয়ের কচি কচি শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথি ও শত শত দর্শনার্থীদের সম্মুখে অত্যন্ত দৃষ্টি নন্দন পরিবেশে বিভিন্ন ধরনের নিত্য, গান ও নাটক পরিবেশন করে। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে থেকে সেরা সচেতন অভিভাবক ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন কারী শিক্ষার্থীদের কে আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাঁন্দপুর কচি কন্ঠ শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নজরুল ইসলাম।

কটিয়াদী উপজেলার প্রত্যন্ত অঞ্চল চাঁন্দপুর মধ্যপাড়া এলাকায় শিশুদের কে যুগোপযোগী সু শিক্ষা দানের নিমিত্তে গড়ে তোলা এই প্রতিষ্ঠানটি এলাকাবাসীর কাছে ভুয়োসী প্রশংসা অর্জন করে চলেছে।



আপনার মূল্যবান মতামত দিন: