নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে চাষিরহাট ইউনিয়ন, সোনাপুর ইউনিয়ন এবং জয়াগ ইউনিয়নে প্রায় এক হাজার গরীব অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ এবং এলাকাবাসীর সাথে তবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মত বিনিময় সভায় এবং (কম্বল) বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ. কে. এম গোলাম কিবরিয়া, এছাড়াও অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন এলাকার চেয়ারম্যান, মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে গরীব মেহনতী এবং সাধারণ জনগণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন গোলাম কিবরিয়াকে এভাবে কাছে পেয়ে খুবই আনন্দিত এবং পুলকিত হয়ে উঠেন। ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের সেবা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে ক্যাপ্টেন গোলাম কিবরিয়ার হৃদয় স্পর্শ করা আলোচনায় সকলেই মুগ্ধ হয়ে পড়েন।
ক্যাপ্টেন গোলাম কিবরিয়া বলেন আমরা এই সমাজের গরীব অসহায় আর মেহনতি মানুষের পাঁশে দাঁড়াতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি, আপনাদের পাঁশে দাঁড়ানো আমাদের সামাজি এবং ধর্মীয়, ঈমানী দায়িত্ব। কোন ব্যক্তি এককভাবে সুখী থাকলে সেটা সত্যিকার অর্থে সুখী নয়, সমাজের সকলে মিলে সুখী থাকলেই প্রকৃত সুখ।
তিনি আরো বলেন, আসুন আমরা সকলে মিলে 'সুখী, সমৃদ্ধ সমৃদ্ধ সুন্দর সমাজ গড়ে তুলি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোস্তফা হাজেরা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মেজর তানভীর আহমেদ, প্রধান শিক্ষা বিষয়ক কর্মকর্তা অধ্যাপক ডক্টর রানা দস্তিদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা গোলাম মর্তুজা, জহিরুল ইসলাম এবং গোলাম মাওলা, অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
কম্বল বিতরণ শেষে ক্যাপ্টেন কিবরিয়া চাটখিল উপজেলার শ্রীনগর গ্রামের নতুন মসজিদ নির্মানের ভিত্তি স্থাপন করেন এবং মুসল্লীদের উদ্দেশ্যে ধর্মীয় আলোচনা করেন এবং সমাজের অসহায় মানুষের সহযোগিতায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাই।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: