ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ হল রুমে লাল সবুজ উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে দিনব্যাপী উঠান বৈঠকে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়নে ময়মনসিংহ সদরে তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রিসোর্স পার্সন তথ্যসেবা কর্মকর্তা মোছা: ফারজানা বেগম,লাল সবুজের প্রশিক্ষক বদরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সদর উপজেলায় গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে লাল সবুজ ডটকম।
উক্ত লাল সবুজ উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠকে ৫০ জন মহিলা অংশগ্রহণ করেন।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন,সরকারের অত্যন্ত সফল এক পদক্ষেপ এই তথ্য আপা কেন্দ্র। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া নারীদের নতুন উদ্যোমে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে অত্যন্ত সহায়ক এক প্লাটফর্ম উপজেলা তথ্যকেন্দ্র।একজন অসহায় ও গরীব নারীকে সমাজে প্রতিষ্ঠিত করতে তথ্য আপা কেন্দ্রের তথ্য আপার ভুমিকার কোন বিকল্প নেই।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: