৩০ গজে আটকে গেল বিএনপির কালো পতাকা মিছিল

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি  | ৩০ জানুয়ারী ২০২৪, ১৮:৩১

৩০ গজে আটকে গেল বিএনপির কালো পতাকা মিছিল
দেশব্যাপী বিএনপির কালো পতাকা মিছিলকে ঘিরে মঙ্গলবার (৩০ জানুয়ারি) ময়মনসিংহে সর্তক অবস্থানে ছিল পুলিশ প্রশাসন। এ কারণেই কর্মসূচি শুরুর আগে সকাল থেকেই নগরীর হরিকিশোর রায় রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ, ডিবি ও সাদা পোষকাদারি গোয়েন্দা পুলিশের সদস্যরা।    
 
ফলে কর্মসূচির পূর্বনির্ধারিত সময় দুপুর ১২টায় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে পারেনি বিএনপির নেতাকর্মীরা। তবে বিচ্ছিন্ন ভাবে কিছু নেতাকর্মী দলীয় কার্যালয়ে প্রবেশ করে ভেতরে অবস্থান নেয়।    
 
পরে বেলা সোয়া ১২টার দিকে মহানগর বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম।  
 
এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, অ্যাডভোকেট এমএ হান্নান খান, ফারজানা রহমান হুসনা, শামীম আজাদ, কাজী রানা, কায়কোবাদ মামুন, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, মহানগর শ্রমিকদলের সাধারন সম্পাদক আ: মান্নান, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, ছাত্রনেতা শামীম সরকার, আজিজুল হাকিম আজিজ প্রমূখ। 
 
সমাবেশ শেষে বিএনপি নেতাকর্মীরা কালো পতাকা মিছিলের চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা দলীয় কার্যলয় থেকে মাত্র ৩০ গজ দূরত্বেই মিছিলটি আটকে দেয়। এতে সেখানেই মিছিল শেষ করে ঘরে ফিরে বিএনপির নেতাকর্মীরা।  
 
এবিষয়ে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এমএ হান্নান খান বলেন, বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে কঠোর অবস্থান ছিল দৃশ্যমান। তবুও আমরা শান্তিপূর্ন ভাবে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল শুরু করেছিলাম। তখন কিছুদূর যেতেই পুলিশ আমাদের মিছিল আটকে দেয়।  
 


আপনার মূল্যবান মতামত দিন: